September 7, 2024, 2:51 pm

সিকিমে তুষারধসে ৭ পর্যটক নিহত

যমুনা নিউজ বিডিঃ ভারতের সিকিমে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সিকিমের নাথু লা এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তুষারধসের সময় ওই এলাকায় অন্তত ১৫০ জন পর্যটক ছিলেন। তুষারের নিচে অন্তত ৭০ জন আটকা পড়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

আটকে পড়াদের উদ্ধার করতে সিকিম পুলিশ, ট্রাভেল অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মী ও গাড়িচালকসহ অনেকেই অংশ নিয়েছেন।

উল্লেখ্য, মনোরম সৌন্দর্যের জন্য পরিচিত সিকিমে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে যান। চীনের সীমান্ত লাগোয়া এই রাজ্য ভারতের অন্যতম জনপ্রিয় এক পর্যটন কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD