September 7, 2024, 1:58 pm
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে মায়ের কাছ থেকে নতুন জামা কেনার টাকা না পেয়ে শরীফ সেখ (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুটির সাতবাড়িয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
শরীফ ওই গ্রামের প্রবাসী মাসুদ মোল্লার ছেলে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃর্ধা এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় কিশোরের মা রনজিদা খাতুন একটি অপমৃত্যুর ডায়েরি করেছেন।
রনজিদা খাতুন বলেন, গত রোববার ঈদের কেনাকাটা করার জন্য শরীফ আমার কাছে টাকা চেয়েছিল। আমি ছেলেকে বলেছিলাম, তোমার বাবা দু-একদিনের মধ্যে বিদেশ থেকে টাকা দিলে ঈদের কেনাকাটা করবো। এতেই ছেলেটা অভিমান করে গলায় ফাঁস দিয়েছে।
এ ঘটনায় কিশোরের মা রনজিদা খাতুন একটি অপমৃত্যুর ডায়েরি করেছেন।