September 8, 2024, 7:24 am
যমুনা নিউজ বিডিঃ দেশে প্রথম বারের মতো তৈরি হলো কলা গাছের সুতার শাড়ি। শাড়ির নাম রাখা হয়েছে ‘কলাবতী’। এটি তৈরি করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জের মনিপুরী বুনন শিল্পী রাধাবতী দেবী (৫৫)। তিনি শাড়িটি তৈরিতে সময় নেন মাত্র আট দিন।
সম্প্রতি বান্দরবানের জেলা প্রশাসকের আমন্ত্রণে বান্দরবানে ১৫দিন অবস্থান করে এ শাড়িটি বুনেন তিনি। আগে কখনোই বাংলাদেশে কলা গাছের সুতা হতে শাড়ি তৈরি হয়েছে- এমনটি শোনা যায়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, কলা গাছের সুতা থেকে শাড়ি তৈরি হওয়ায় তাঁত শিল্পে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে ব্যাপকভাবে কলা চাষ হয়। স্থানীয়ভাবে এটি ‘বাংলা কলা’ নামে পরিচিত। ২০২১ সালে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন যোগদান করার পরই ফেলে দেওয়া কলা গাছের বাকল থেকে সুতা তৈরি করার চিন্তা মাথায় আসে। তারপর একটি পাইলট প্রকল্প হাতে নেন। এই প্রকল্পে সহায়ক হিসেবে ছিল বেসরকারি সংস্থা ওয়াল্ডভিশন, গ্রাউস ও উদ্দীপন। প্রথম দিকে উৎপাদিত এই সুতা তাঁতিরা ঢাকার দুটি প্রতিষ্ঠানে বিক্রি করে দিতেন।
এতে তাঁতিরা খুব একটা লাভবান হতেন না। তাই ২০২২ সালে স্থানীয় মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এই সুতা দিয়ে হস্তশিল্প পণ্য বানানোর উদ্যোগ নেওয়া হয়। ঢাকা থেকে প্রশিক্ষক গিয়ে কলা গাছের সুতা দিয়ে হস্তশিল্পজাত পণ্য তৈরির ওপর মহিলাদের আরো ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়। নানা পণ্য উৎপাদন করা হয়।
পরবর্তীতে কলা গাছের সুতা দিয়ে শাড়ি বানানোর উদ্যোগ গ্রহন করা হয়। সেই অনুযায়ী বান্দরবন জেলা প্রশাসক এর আমন্ত্রনে কমলগঞ্জের রাধাবতীকে নিয়ে যাওয়া হয়। মনিপুরীরা যে তাঁতে শাড়ি বুনন করেন ওখানেও সেই তাঁত বসানো হয়েছে। পরে গত মার্চ মাসে রাধাবতী দেবী সেই তাঁতে কলা গাছের সুতা দিয়ে শাড়ি বুনন করেন।
কলাবতী শাড়ির বুনন শিল্পী কমলগঞ্জের রাধাবতী দেবী বলেন, ‘জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে বান্দরবানে গিয়ে শাড়িটি বুনেছি। আমার এলাকায় যারা মনিপুরি শাড়ি বুনেন, সবাই আমাকে বলেছিলেন এ দায়িত্ব না নিতে।
তারপরও এ চ্যালেঞ্জ নিয়ে সফল হই। কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি ছিল আমার কাছে একেবারেই নতুন। তিনজন সহযোগীকে নিয়ে তাঁতে বসে তৈরি করে ফেলি জামদানি ডিজাইনের কলা গাছের সুতা দিয়ে তৈরি শাড়ি। সাধারণ সুতায় ৫০০ গ্রাম দিয়ে যেখানে একটি শাড়ি তৈরি করা যায়, সেখানে কলাগাছের সুতায় শাড়ি তৈরি করতে লাগে প্রায় এক কেজি।’
এ কাজে সহযোগিতা করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইং সাইং উঃ নিনি এবং বান্দরবান মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক আতিয়া চৌধুরী।