September 8, 2024, 7:23 am

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে মৃত্যু বেড়ে ১১

যমুনা নিউজ বিডিঃ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও দক্ষিণে শক্তিশালী টর্নেডো ও ঝড়ে মৃত্যু বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অর্ধশতাধিক। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১ এপ্রিল) এবিসি নিউজ এই তথ্য জানায়।

শুক্রবার ও শনিবারের এই শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে অনেকে বাড়িতে আটকা পড়েছেন।

কর্মকর্তাদের মতে, ১১ জনের মধ্যে মধ্যে পাঁচজন আরকানসাসে, তিনজন ইন্ডিয়ানাতে, একজন ইলিনয়েতে, একজন আলাবামায় এবং একজন মিসিসিপিতে মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আরকানসাসসহ অন্তত ৬টি অঙ্গরাজ্যে শুক্রবার ৫০টিরও বেশি টর্নেডো বয়ে গেছে। সূত্র: এবিসি নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD