September 16, 2024, 9:39 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

ঠাকুরগাঁও-৩ উপনির্বাচনে জাপা প্রার্থী জয়ী

ঠাকুড়গাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

হাফিজ উদ্দিনের নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। ১৪ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।
ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন।

এর আগে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ছয়টি আসনে প্রার্থী ছিলেন ৪০ জন। ভোটার সংখ্যা ২২ লাখ ৫৪ হাজার ২১৭ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD