September 18, 2024, 2:03 pm

বগুড়ায় আ.লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুর নির্বাচনী ক্যাম্প আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার রাত ১০ টার দিকে উপজেলার নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজু হোসেন বলেন, ‘ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

রাত হওয়ায় ওই সময় ক্যাম্পে কেউ ছিলোনা। আগুনে ক্যাম্পে থাকা চেয়ার ও টেবিলসহ সবরকম আসবাবপত্র পুড়ে গিয়েছে।

স্থানীয়দের থেকে শুনেছি বহিরাগত কয়েকজন দুর্বত্ত এসে স্বল্প সময়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তারা আশপাশে থাকা নৌকা মার্কার পোস্টরও পুড়িয়ে দিয়েছে।’

বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা বলেন, দুর্বত্তরা নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। আমাদের দল ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) শূন্যে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির দলীয় সাত এমপির পদত্যাগ ঘোষণা করায় এ আসন দুইটি শূন্যে হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD