September 20, 2024, 6:08 pm

বগুড়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের আলোচনা

ষ্টাফ রিপোর্টারঃ আগামী ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচন উপলক্ষে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনা সভা  রোববার বেলা ১১টায়  জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ করতোয়ায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বগুড়ায় শূন্য দুই আসনে উপনির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। সেই সাথে সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা, ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য প্রশাসন মাঠে কাজ করবে। নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে যে পরিপত্র এসেছে সে অনুযায়ী কাজ করা হবে। নির্বাচনী মাঠে পুলিশসহ স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাবে। আইন-শৃংখলার যেন বিঘ্ন না ঘটে সে বিষয়ে নজরদারি রাখা হয়েছে।

তিনি আরো বলেন, গত শনিবার রাতে একটি প্রতারক চক্র জেলা প্রশাসক বগুড়া ও উপনির্বাচনের রিটার্নিং অফিসারের অফিসিয়াল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবি করেছে।

তারা প্রশাসনের নাম করে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য নম্বরটি ক্লোন করে। উপনির্বাচনে অবৈধভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা দাবি করে তারা।

উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী রাগেবুল আহসান রিপুকে ফোন দেয় চক্রটি। তিনি বিষয়টি বুঝতে পেরে আমাকে জানান। সঙ্গে সঙ্গে প্রতারক চক্রের বিষয়ে ফেসবুকে পোস্টসহ আর্থিক লেনদেন না করতে নিষেধ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মাসুম আলী বেগ, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রতিনিধি হাসিবুর রহমান বিলু, যমুনা নিউজ বিডি সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ সভাপতি মমিনুর রশীদ শাইন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ,  বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD