September 20, 2024, 5:47 pm
ষ্টাফ রিপোর্টারঃ বুধবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী ০১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. তারিখে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু, নন্দীগ্রাম) জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, আমরা চাইবো মানুষের ভোটাধিকার যেন সঠিকভাবে সম্পন্ন হয়। জাতীয় উপ-নির্বাচনটি যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত করতে পারি। প্রার্থীরাসহ আমরা যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আছি তারা যেন আইন মোতাবেক দায়িত্ব পালন করি এবং সুন্দর একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারি।