September 7, 2024, 1:23 pm

পবিত্র শবে মেরাজ ১৯ ফেব্রুয়ারী

বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এই হিসাবে আগামী ১৯ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

সোমবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ বাদ মাগরিব সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মুকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। সভায় শবে মিরাজের তারিখও নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD