September 20, 2024, 6:25 pm
যমুনা নিউজ বিডিঃ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা। আজ সকাল ১০টায় এ ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। তিনি বলেন, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে। সকাল ১০টার পর থেকে ধর্মঘট স্থগিত করা হয়।
এর আগে সকাল থেকে কারাবন্দি শ্রমিক নেতার মুক্তির দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে সিলেট জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে তারা কর্মবিরতি শুরু করে। এতে চরম দুর্ভোগ পড়েন সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে শহরে এসে অনেকে পড়েন বিপাকে। অনেকে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে যান।
জানা গেছে, কারাগারে থাকা ওই শ্রমিক নেতার নাম আলী আকবর রাজন। তিনি জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।