September 16, 2024, 10:51 pm
স্টাফ রিপোর্টার:বগুড়ায় জেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার বিকেলে আলহাজ্ব মমতাজ উদ্দিন স্টেডিয়ামে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও জেলা শিক্ষা অফিস আয়োজিত উক্ত খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক দিনেশ সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা প্রমূখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী।