March 28, 2024, 8:26 pm

ফের জাতীয় ঐক্যের ডাক ড. কামালের

যমুনা নিউজ বিডিঃ আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য সমমনা রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (২১ জানুয়ারি) পুরানা পল্টন গণফোরাম কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির এক সভায় আহ্বান জানান ড. কামাল।

গণফোরাম সভাপতি বলেন, গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে। গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি তেলের মূল্য কমানোর আহ্বান জানান সরকারকে।

এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান এমপি, এস এম আলতাফ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল মমিন চৌধুরীসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD