September 7, 2024, 3:05 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে পুলিশ লাইন্স শহীদ মছির উদ্দিন মঞ্চে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন বগুড়া পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী দিল আক্তার জাহান।
শীতবস্ত্র বিতরণে অন্যানদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম ও পুনাক কোষাধ্যক্ষ রওশান আরা মুন্নিসহ প্রমুখ।