April 20, 2024, 4:22 am

স্মার্ট বাংলাদেশের বাস্তব প্রতিফলন মোবাইল সাংবাদিকতা

বাগেরহাট প্রতিনিধি: আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম বলেছেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাস্তব প্রতিফলন হল মোবাইল সাংবাদিকতা।কারণ সেকেলে সাংবাদিকতার অনুষঙ্গ ছেড়ে আধুনিক স্মার্ট অনুষঙ্গ মোবাইলের মাধ্যমে সাংবাদিকতার ব্যাপ্তি বেড়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)এর আয়োজনে বাগেরহাটের মোংলায় বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের দুইদিনব্যাপী মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধান অতিথি আগামী প্রজন্মের জন্য স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে জনশক্তিকে দক্ষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। রেজা সেলিম বলেন,সাংবাদিকদের জানার পরিধি যত বৃদ্ধি পাবে,তত সাবলীল প্রতিবেদন পাবে পাঠক ও শ্রোতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। অনুষ্ঠানের সভাপ্রধান পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ মোবাইল সাংবাদিকতার বিভিন্ন দিগন্ত নিয়ে আলোচনা করেন। মোবাইলের মাধ্যমে কিভাবে প্রতিবেদন তৈরি করা যায় সহজে সেসব কলা-কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।

পিআইবির মহাপরিচালক মোবাইল সাংবাদিকতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশের সারথী হওয়ার বিষয়টি আলোকপাত করেন। পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দীন নিপুনের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD