April 19, 2024, 7:46 am

কুড়িগ্রামে ষাঁড় গরুর মই দৌড়

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহের সোনালী কুটির গ্রামে ষাঁড় গরুর মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় করে। দীর্ঘ ৩৫ বছর পর মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৮ জোড়া ষাঁড় গরু অংশ নেয়।

প্রতিযোগিতায় সব দলকে হারিয়ে প্রথম স্থান দখল করে হাবু ব্যাপারীর ষাঁড় গরু। এছাড়া মাজহারুল ইসলামের ষাঁড় গরু দ্বিতীয় ও রতন ব্যাপারীর ষাঁড় গরু তৃতীয় হয়। প্রথম স্থান অধিকারীকে একটি ষাঁড় গরু এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দুজনকে দুটি খাসি পুরস্কার দেওয়া হয়।

গরুর মই দৌড় প্রতিযোগিতা দেখতে আসা ষাটোর্ধ্ব জব্বার আলী বলেন, ‘আজকাল গ্রামগঞ্জে মই দৌড় প্রতিযোগিতা হয় না। দিন দিন এ প্রতিযোগিতা হারিয়ে যাচ্ছে। আজ গরুর মই দৌড় দেখে মনভরে গেলো।’

প্রতিযোগিতার আয়োজক ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার বলেন, দীর্ঘ ৩৫ বছর পর সোনালী কুটির গ্রামে ষাঁড় গরুর মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সব শ্রেণি-পেশার মানুষের মনে আনন্দ দিতে পেরে আমরা অনেক খুশি।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD