September 20, 2024, 6:25 pm
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শীতকালীন খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি (মঙ্গলবার) খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শিফা নুসরাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন প্রাং,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা, দপ্তর সম্পাদক ফারুক কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ,একাডেমিক সুপার ভাইজার নাসরিন সুলতানা লোপা, উপজেলা মহিলা সংস্থার সদস্য ফাতেমা জহুরা জেবু,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাক্ষ,প্রধান শিক্ষক, সুপারগন,ক্রীড়া শিক্ষকগন প্রমূখ।সকাল ১০ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।