September 20, 2024, 4:09 pm
বগুড়ায় হযরত ফাতেমা যাহারা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী ও বিশ^ ইসলামী নারী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে জিলা স্কুল অডিটোরিয়ামে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন বগুড়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি কৃষিবীদ মীর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরানের আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ^বিদ্যালয় বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর হুজাতুল ইসলাম ওয়াল সুমলিমিন শাহাবুদ্দিন মাশায়েখী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. রমজান আলী আকন্দ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজম আলী খান, মাদরাসাতুল মদিনা বগুড়ার মুহতামিম মাওলানা মো. মোজাম্মেল হক।
সভায় আরো বক্তব্য রাখেন আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ^বিদ্যালয় ঢাকার সাংস্কৃতিক বিভাগীয় প্রধান হুজ্জাতুল ইসলাম মাওলানা মো. আলী নওয়াজ খান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মো. টিপু সুলতান, সমন্বয়ক হুজ্জাতুল ইসলাম মাওলানা মোজাফ্ফর হোসাইনসহ প্রমুখ।
অনুষ্ঠানে ধর্মীয় সংগীত, গজল এবং কুরআন ও হাদীস থেকে আলোচনা করা হয়।