September 7, 2024, 1:36 pm
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছয় নারীসহ দশজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মাদকসহ গ্রেফতার করা হয়েছে। অন্যরা গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি। শনিবার দিবাগত রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আব্দুর রাজ্জাক ওরফে জুয়েল রানা, হেনা বিবি , মালতী, মোমেনা বিবি, শুভ সরদার, আসমা, দুলালী বিবি, রুজিনা বিবি, হারুনুর রশিদ, ইয়াছিন আলী সরদার। তারা সবাই দুপচাঁচিয়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক ওরফে জুয়েল রানাকে এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি তালোড়া গ্রামের বাসিন্দা।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার করা দশজনকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।