September 20, 2024, 7:59 am
আতিকুর রহমান (আতিক)লালপুর : “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিবাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ডেপুটি কো অর্ডিনেটর জামিল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান প্রমূখ।