March 29, 2024, 2:02 am

সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী আন্তরিক: সেনাপ্রধান

যমুনা নিউজ বিডিঃ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়নের জন্য খুবই আন্তরিক। এ জন্য সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অধিনায়কদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এ সময় সেনা সদর দফতরের ট্রেনিন অ্যান্ড ড্রকটিন কমান্ড ও ভারপ্রাপ্ত জিওসি মেজর জেনারেল মুহম্মদ যুবায়ের সালেহীন, ইঞ্জিনিয়ার ইন চিফ ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন, কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে সেনাবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাপ্রধান ইঞ্জিনিয়ারিং কোরের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD