September 20, 2024, 5:59 am
রাজু আহমেদ, সিংড়াঃ নাটোরের সিংড়ায় পাখি শিকারীকে ধরতে সামারকোল ও নাছিয়ারকান্দী বিলে অভিযান পরিচালনা করেন সিংড়া মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম। মঙ্গলবার ভোর ৫ টা থেকে ২ ঘন্টাব্যাপী অভিযানে পাখি মারার ফাঁদ ১০ টি বাঁশের কেল্লা ও ৭ টি বক উদ্ধার করা হয়। এসময় বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়া হয়। এসময় ২ জন শিকারী পাখি শিকার করবে না মর্মে মুচলেকা দেয়। পরে থানা মোড় চত্বরে উদ্ধারকৃত বক গুলো অবমুক্ত করেন সহকারী কমিশনার ভূমি আল ইমরান ও সিংড়া থানার ওসি মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেসক্লাব ও পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সাংবাদিক ও পরিবেশ কর্মী রবিন খান, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সদস্য ও সাংবাদিক মাহিদুল ইসলাম মানিক, সাংবাদিক শুভ সরকার, সাংবাদিক মাসুদ রানা, মডেল প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক কায়েম উদ্দিন, কোষাধ্যক্ষ লিটন আলী সহ পরিবেশ কর্মীরা।