September 20, 2024, 6:45 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৩৯০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
শনিবার দুপুরে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে বগুড়া সদরের সেউজগাড়ি রেলওয়ে কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- বগুড়া সদরের সেউজগাড়ি রেলওয়ে কলোনী এলাকার শিউলী বেওয়া (৪৫) ও সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের জুয়েল রানা (২০)।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান।
তিনি বলেন, শিউলী ও জুয়েল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। অভিযানে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।