September 7, 2024, 2:26 pm
ষ্টাফ রিপোর্টারঃ কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বগুড়ার দুপচাঁচিয়া থানার এসআই শাহজাহান আলী শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসাবে সম্মাননা লাভ করেছেন। শনিবার সকালে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে এসআই শাহজাহানের হাতে শ্রেষ্ঠ পুলিশিং কর্মকর্তার সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
এসময় জেলা সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মাদ কাউছার সিকদার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট বেলাল হোসেন, পিবিআই এর পুলিশ সুপার কাজী এহসানুল কবির, কমিনিটি পুলিশিং বগুড়া জেলা সমন্বয় কমিটির আহবায়ক মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।