September 7, 2024, 2:04 pm

লালপুরে “দুরন্ত পথিক” ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরন

smart

 লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে দুরন্ত প্রথিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান । শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সোনার বাংলা, নাটোর ফুটবল একাদশ কে ভোরের ডাক গুরুদাসপুর ০১ গোলে দিয়ে বিজয় হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দুরন্ত পথিক এর সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বেদুরন্ত পথিকের সাধারণ সম্পাদক আব্দুল হক সুইটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগর, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য মাসরুল আলম মিলন, সিনিয়র সহকারী সচিব নাহিদ হাসান, বাংলাদেশ কৃষিসম্পসারন অধিদপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা আশফাক আহম্মেদ,শিক্ষা অধিদপ্তরের অডিটর সানোয়ার হোসেন , আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান , বিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু,সাবেক ছাত্রলীগের নেতা শাহজাহান আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD