September 20, 2024, 6:48 am
দুপচাঁচিয়া প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গত ২৭অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামছুন্নাহার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, সাখাওয়াত হোসেন মল্লিক, নূর মোহাম্মদ আবু তাহের, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, পৌর কাউন্সিলর এসএম কায়কোবাদ, উপজেলা দুপ্রকের সভাপতি গাজিউর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রভাষক প্রদীপ কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক প্রমুখ।