September 8, 2024, 6:13 am

লাহোর থেকে শুরু হবে ইমরান খানের ‘ঐতিহাসিক’ লংমার্চ

যমুনা নিউজ বিডিঃ  আগামী শুক্রবার (২৮ অক্টোবর) লাহোরের লিবার্টি চক থেকে রাজধানী ইসলামাবাদের অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ কর্মসূচি শুরু হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বরাত দিয়ে এ তথ্য জানায় ডন।

প্রতিবেদনে বলা হয়, দেশের ‘প্রকৃত স্বাধীনতার’ জন্য এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন ইমরান খান। সংবাদ সম্মেলনে তিনি জানান, লিবার্টি চক থেকে বেলা ১১টায় লংমার্চ শুরু হবে। তিনি নিজেই এই কর্মসূচির নেতৃত্ব দেবেন।

সাবেক প্রধানমন্ত্রী আরও জানান, এই লংমার্চের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তারা জিটি রোড থেকে ইসলামাবাদ পৌঁছবেন। পাকিস্তানের সব প্রান্ত থেকে ইসলামাবাদে জনতার ঢল নামবে।

তিনি দাবি করেন, দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জনসমুদ্রে পরিণত হবে। এই লংমার্চ রাজনীতির ঊর্ধ্বে। এটি তাদের ওপর চাপিয়ে দেওয়া চোরদের থেকে মুক্তির জন্য যুদ্ধ। এই জিহাদই ঠিক করে দেবে দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে।

লংমার্চ কর্মসূচি নিয়ে দলের দাবি প্রসঙ্গে ইমরান খান জানান, তিনি একটি বিষয়ই চান, দেশের জনগণই ঠিক করবে কে দেশের নেতৃত্ব দেবেন। তারা চান জনগণই সিদ্ধান্ত নেবেন। তিনি গোটা জাতির কাছে আবেদন জানিয়েছেন, জনগণের সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটি স্বাধীন দেশ হতে চায়।

এক প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান জানান, বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। তারা আইন ভাঙবেন না বা রেড জোনে প্রকাশ করবেন না। আদালত তাদের যেসব শর্তে অনুমতি দিয়েছেন, তা মেনেই ইসলামাবাদে কর্মসূচি পালন করা হবে। তারা সবাইকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে নির্দেশনা দিয়েছেন। তারা শুধু দেখাতে চান, জনগণ কি চায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD