September 18, 2024, 4:08 pm

ময়মনসিংহে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

মযমনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নির্ধারিত স্থানে সমাবেশ করার অনুমতি এখনো না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে বিএনপি কর্মীদের হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশের ডাক দেয় বিএনপি। শনিবার (১৫ অক্টোবর) এ সমাবেশ করার কথা রয়েছে দলটির।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কারো শত্রু না, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ। কারো সঙ্গে আমাদের দ্বন্ধ নেই। আমরা শান্তির্পূণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ করতে চাই। এ জন্যে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি। সংবিধানের সবটুকু অধিকার আমরা পেতে চাই।’

এসময় তিনি জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা সব বাঁধা অতিক্রম করে নিজ দাবিতে ঐক্যবদ্ধ হতে শুরু করুন।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েতউল্লাহ কালম ও যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা ও মহানগর বিএনপি’র নেতা কর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সমাবেশ আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ইমরান সালেহ প্রিন্স বলেন, ‘গত ৬ অক্টোবর প্রশাসনের কাছে সার্কিট হাউস মাঠের ব্যাপারে আবেদন করা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত পায়নি। তবে সমাবেশ করা ব্যাপারে সহযোগীতা করা হবে মৌখিক ভাবে জানানো হয়েছে।’

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া বলেন, ‘এখন পর্যন্ত বিএনপির সমাবেশ করার কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসকের পক্ষ থেকে মতামত দেওয়া হলে সমাবেশের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD