September 8, 2024, 5:43 am

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায়  নিখোঁজের চারদিন পর মিললো কৃষকের লাশ 

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চারদিন আগে নিখোঁজ এক কৃষকের অর্ধগলিত মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার ঘুড়কা কুণ্ডুপাড়া এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান। নিহত কৃষক সাইফুল ইসলাম (৫৫) উপজেলার জয়ানপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। গ্রেপ্তার শাকিল আহম্মেদ (২৮) একই গ্রামের আবু বক্কারের ছেলে। ওসি বলেন, সাইফুলকে খুঁজে না পেয়ে তার বাড়ির লোকজন থানায় জিডি করে। পরে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শাকিলকে বুধবার রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শাকিলের দেওয়া তথ্যে বৃহস্পতিবার সকালে খাল থেকে সাইফুলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD