September 18, 2024, 4:07 pm
যমুনা নিউজ বিডিঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন এবং বাইরের ২৬৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৯৫ জন চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৫০৪ জন। মারা গেছেন ৮৩ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।