September 18, 2024, 3:44 pm

জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর

যমুনা নিউজ বিডিঃ চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর রোববার শুরু হচ্ছে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার (১২ অক্টোবর) সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ শাখা থেকে সংসদ অধিবেশনের তথ্যটি জানানো হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন গত ১ সেপ্টেম্বর সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD