September 20, 2024, 6:52 am

বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না : তাপস

যমুনা নিউজ বিডিঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, একটি কুচক্রী মহল মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর বংশালে থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, এক দেশে দুই আইন চলে না। তাই বেগম জিয়াকে আবারও কারাগারে পাঠাতে হবে।

তিনি বলেন, ভরাডুবির কারণে বিএনপি নির্বাচনে যায় না। তারা সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলার মাটি থেকে আওয়ামী লীগ পালাবে না। বিএনপি নেতাদের অনেকেই মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালাইছে। আপনারা মিথ্যাচার করবেন না। আওয়ামী লীগ হামলা করলে ঢাকা মহানগরে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যেত না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD