September 18, 2024, 2:45 pm

শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন পূজা

যমুনা নিউজ বিডিঃ  সম্প্রতি শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ে ও সন্তান হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতে না আসতেই আলোচনায় চলে এসেছেন পূজা চেরি। গুঞ্জন চলছে, ইতোমধ্যেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর। আর তার নেপথ্যে রয়েছেন পূজা চেরি। আজ মঙ্গলবার দুপুর থেকেই শোনা যাচ্ছে, গত ২২ সেপ্টেম্বর শাকিব খানকে বিয়ে করেছেন পূজা চেরি। শুধু তাই নয়, শাকিবকে বিয়ে করার জন্য সনাতন ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন পূজা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে হৈচৈ।

এদিকে শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জনের ব্যাপারে মুখ খুললেন পূজা। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না, কারা এসব ছড়াচ্ছে। কেন ছড়াচ্ছে। যারা এসব বলছেন তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছেন তারা? এগুলো নিয়ে আমি খুব বিরক্ত।’

পূজা আরও বলেন, ‘এসব নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। এমন কিছু হয়ে থাকলে সময় হলে বলব। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।’ এর আগে অপু বিশ্বাস ও শবনম বুবলীও শাকিব খান ইস্যুকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সব প্রকাশ্যে আনেন। এখন দেখার বিষয় পূজার সঙ্গে শাকিব খানের গুঞ্জনের সত্যিটা কবে প্রকাশ্যে আসে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD