September 16, 2024, 10:13 pm
যমুনা নিউজ বিডিঃ বেনাপোল চেকপোস্ট দিয়ে পেটের ভেতর লুকিয়ে ভারতে সোনা পাচারের সময় এক যাত্রীকে আটক করেছেন কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরের দিকে প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যাত্রী হলেন- শরীয়তপুরের পালং থানার চাতানিকানদি গ্রামের আব্দুল হালিমের ছেলে ইমাম হোসেন জীবন (২৪)। এ সময় তার কাছ থেকে চার পিস সোনার বার উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘সোনা পাচারকারী সন্দেহে দুই পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়। পরে তল্লাশিকালে ইমাম হোসেন জীবন স্বীকার করেন, তার পেটের ভেতর বিশেষ কায়দায় সোনা লুকানো আছে। পরবর্তীকালে এক্স-রে করে ইমাম হোসেনের পেটের ভেতর চার পিস সোনার বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘সোনার বারসহ আইনি প্রক্রিয়া নিতে জীবনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আর দুলাল হোসেন ব্যাপারীর কাছে কিছু পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’