March 29, 2024, 5:18 am

পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুরের যাবজ্জীবন

ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় এক নারীর করা মামলায় তার শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম আফরোজা পারভীন এ রায় দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত খলিলের বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। জামিনে থাকা খলিল রায়ের সময় আদালতে হাজির ছিলেন। রায় পড়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম বলেন, এ মামলায় দণ্ডিতের আত্মীয়-স্বজন সাক্ষী ছিলেন। তারা দণ্ডিতের পক্ষ নিয়ে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করেন। “কিন্তু মামলার তদন্ত কর্মকতা, চিকিৎসকের জোরালো সাক্ষ্যে আসামির সাজা হয়েছে।”

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি রাজধানীর কল্যাণপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে খলিলের বিরুদ্ধে। পরে মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করেন সেই নারী। এ বছরের ১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক খন্দকার মঞ্জুর রাহী আদালতে অভিযোগপত্র দেন। গত ১৬ মার্চ আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেছিলেন বিচারক। মামলায় মোট সাতজন সাক্ষ্য দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD