September 18, 2024, 3:35 pm
কোর্ট রিপোর্টার : বগুড়ায় আব্দুল লতিফ হত্যা মামলায় তিনজনের ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এই রায় ঘোষণা করেন। এছাড়াও আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাসশ্রম কারাদন্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- বগুড়া শেরপুর উপজেলার রানীরহাটের আয়োজ উদ্দিনের ছেলে সাহিদ আলী ওরফে সাহেদ, কুসুম্বী গ্রামের বিষ্ণুপদের ছেলে বিপ্লব ওরফে বিপু এবং নাটোরের সরদার পাড়ার আম্বিয়া খাতুন। আসামি আম্বিয়া খাতুন পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালেল ১৬ আগস্ট বিপ্লব বিকেল ৪টার দিকে শেরপুরের বিনোদপুর গ্রামের আব্দুল লতিফকে তারাশ বাজার যাওয়ার কথা বলে ডেকে নেয়। পরে আব্দুল লতিফের অর্ধগলিত মৃতদেহ বিশালপুর ইউনিয়নের দেওড়াপাড়া খাল থেকে উদ্ধার করা হয়। পূর্ব বিরোধের জের ধরে আসামিরা আব্দুল লতিফকে পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় লতিফের স্ত্রী তাসলিমা খাতুন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বাদি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড. জহুরুল ইসলাম ও এপিপি এড. বিনয় কুমার দাষ বিশু। আসামিপক্ষে পরিচালন করেন এড. আমিরুজ্জামান আঙ্গুর।