September 8, 2024, 6:01 am
সারিয়াকান্দী প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে যমুনা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রোববার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
অভিযানে উপজেলার কাজলা, চালুয়াবাড়ী, কর্ণিবাড়ী ও হাট শেরপুর ইউনিয়নে যমুনা নদীর বিভিন্ন স্থান থেকে ২ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল আটক করা হয়। এসময় প্রায় ৩ কেজির মতো ইলিশ মাছও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে দুপুরের দিকে পৌর এলাকার যমুনা নদীর কালিতলা ঘাটে জনসম্মুখে জালগুলো পোড়ানো হয় এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন, ইলিশ ধরার এ নিষিদ্ধ সময় পর্যন্ত এরকম অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগীতায় ছিলেন।