September 18, 2024, 2:42 pm

বগুড়ায় ছুরিকাঘাতে অজ্ঞাত ব্যক্তি খুন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের  কৈগাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক ব্যক্তি (পুরুষ) নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  কৈগাড়ী এলাকায়  ছুরিকাঘাতের শিকার হন তিনি।

পুলিশ জানায়, কৈগাড়ি হোমিওপ্যাথী কলেজ এলাকায়  স্থানীয় এক এতিমখানার সামনে ছুরিকাহত ওই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরনে সাদা-কালো চেক টি-শার্ট ও প্যান্ট রয়েছে। আর শরীরের পেছনে ছুরিকাঘাতে একটি চিহ্ন আছে।

এসব তথ্য নিশ্চিত করেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোর্শেদ। তিনি জানান, নিহত ব্যক্তির বয়স হবে ৪৮ বছর। তার লাশ শজিমেক হাসপাতালের মর্গে আছে। তার নামপরিচয় জানতে চেষ্টা চলছে। একই সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD