September 20, 2024, 4:48 pm
যমুনা নিউজ বিডিঃ সিঙ্গাপুরের বিপক্ষে জিতলেও সে ম্যাচে বাংলাদেশের কেউ গোলের দেখা পায়নি। আত্মঘাতী গোলে জিতেছিল বাংলাদেশ। তাই বড় জয়ের আশায় ভুটানের বিপক্ষে গোছানো ফুটবল খেলে শুরুতেই গোলের দেখা পায় বাংলাদেশ। এরপরেই পথ হারায় স্বাগতিকরা।
মাঝ মাঠের দখল নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। অবশ্য দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট করায় সমতায় ফিরতে পারেনি তারা। সুযোগ আসে বাংলাদেশের সামনে, সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় পল স্মলির দল। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
শুক্রবার (৭ অক্টোবর) কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। গোল করেছেন নাজিম উদ্দিন ও হিমেল।
আজ দিনের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়েমেন। দুই ম্যাচে ১৪ গোল করে বাংলাদেশকে শেষ ম্যাচে বেশ কঠিন চ্যালেঞ্জই দিয়ে রাখল মধ্যপ্রাচ্যের দেশটি।