September 18, 2024, 3:20 pm

বারে ডিবির অভিযান, মদের বোতল জব্দসহ শতাধিক আটক

যমুনা নিউজ বিডিঃ রাজধানীর উত্তরায় কিংফিশার বারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার অবৈধ দেশি-বিদেশি মদ ও বেয়ারের বোতল জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। এ সময় কাস্টমার ও বারের কর্মচারীসহ প্রায় শতাধিক আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের অবস্থিত বারটিতে অভিযান চলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকরামুল হোসেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা বারটিতে অভিযান পরিচালনা করেছি।

প্রায় তিন ঘণ্টা ব্যাপি চলা এ অভিযানে দুই শতাধিক বিদেশি মদ এবং সাড়ে ৫ হাজার বোতল বিয়ার জব্দ করা হয়। এ ছাড়াও বারের কর্মচারীসহ শতাধিক ব্যাক্তিকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তবে আটককৃতদের দাবি মদ পানের সনদ থাকা সত্বেও তাদের আটক করা হয়েছে।

এ দিকে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বার কর্তৃপক্ষ কোনো নির্ভরযোগ্য অনুমোদন দেখাতে পারেনি এবং বারটিতে মদ ছাড়াও নারীদেরকে দিয়ে অসামাজিক কার্যক্রম করানো হতো।

তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD