September 20, 2024, 4:17 pm

বিশ্বকাপের খেলা দেখা যাবে মোবাইলে

যমুনা নিউজ বিডিঃ টেলিভিশনের পাশাপাশি এবার মোবাইলেও ফিফা বিশ্বকাপের খেলা দেখার সুব্যবস্থা রয়েছে।

কাতার বিশ্বকাপ দেখানোর টেলিভিশন স্বত্ব কিনেছে রিলায়্যান্স গ্রুপ। খেলা দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। এর পাশাপাশি ‘জিয়ো সিনেমা’-তেও দেখা যাবে বিশ্বকাপ। অর্থাৎ মোবাইলে এই অ্যাপ থাকলেই যে কোনো জায়গায় বসে কাতার বিশ্বকাপের খেলা দেখা যাবে।

স্পোর্টস ১৮ জানিয়েছে, জিয়ো পরিষেবা নেই এমন মোবাইলেও জিয়ো সিনেমা অ্যাপ ইনস্টল করা যাবে। সকল টেলিকম পরিষেবার গ্রাহকরা জিয়ো সিনেমা অ্যাপ শীঘ্রই আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে পারবেন। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ দেখার সুবিধা পাবেন তারা।

খেলা দেখার পাশাপাশি জিয়ো সিনেমাতে ইংরেজি, হিন্দি, তামিল, মালয়ালম ও বাংলা ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন দর্শকরা।

স্পোর্টস ১৮ এর সিইও অনিল জয়রাজ বলেন, আমরা চাই গ্রাহক ডিজিটাল মাধ্যম ও টেলিভিশনে বিশ্বস্তরের খেলা দেখার সুবিধা পাক। আমরা দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতাকে আরও ভালো করতে চাই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD