September 20, 2024, 5:57 pm
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের জলেশ্বরীতলায় হিলিয়াম রেস্টুরেন্টে আগুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে ওই রেস্টুরেন্টের রান্না ঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তবে ওই আগুনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সন্ধ্যা পৌণে ৭টার দিকে তাদের কাছে খবর আসে শহরের জলেশ্বরীতলাস্থ পাঁচতলা ভবনের তৃতীয় তলার হিলিয়াম রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রেস্টুরেন্টটির গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আগুনের ঘটনায় কোন হতাহত না হলেও প্রতিষ্ঠানটির প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানানো হয়।