September 20, 2024, 6:09 pm
শেরপুর প্রতিনিধিঃ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন উপলক্ষে বগুড়ার শেরপুরে র্যালি, আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ, নির্বাহী অফিসারের কার্যালযয়ের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটি, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়াসহ প্রমুখ