September 20, 2024, 6:02 pm
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ফেস্টুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। পরে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর মেয়র আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, ১নং বুড়ইল ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান (জিয়া), ৩নং ভাটরা ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদুল বারি, ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন, ৫নং ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের সচিব, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।