September 7, 2024, 1:15 pm

বগুড়ার শ্রেষ্ঠ মেয়র শেরপুরের খোকা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা।  নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে বগুড়া জেলার শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকারের উপ-পরিচালক মামুনুর রশিদের সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন ও স্বারক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক মেয়র জানে আলম খোকার হাতে স্বারক ও সনদ প্রদান তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত) আলী হায়দার চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া সিভি সার্জন ডা.মোহাম্মাদ শফিউল আজম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আখতারসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD