September 20, 2024, 8:13 am

বগুড়ায় দুর্গা পূজা মন্ডপের জন্য ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ

ষ্টাফ রিপোর্টারঃ সনাতণ ধর্মাবলম্বীদের  মহোৎসব দুর্গা পূজা আসন্ন। প্রতিবারের মত  দুর্গাপূজাকে কেন্দ্র করে বগুড়া জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে  পূজা মন্ডপে সহায়তা হিসেবে  সরকার চাল বরাদ্দ দিয়েছে। জেলার  পূজা মন্ডপে গুলোর জন্য ৩৫০ মেট্রিকটন চাল বরাদ্দ  এসেছে বলে জানান জেলা ত্রাণও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া।

এ চাল অবিলম্বে বিতরণ করা হবে। তিনি জানান ,সকল পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাল প্রদান করা হবে। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, জেলায় এবার ৬৭৯ পূজা অনুষ্ঠিত হবে।  হয়তো আরো কিছু  পূজা মন্ডপ বাড়তে পারে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, পূজা মন্ডপের  পূর্ণাঙ্গ তালিক তাদের হাতে আসেনি। যদি সংখ্যা ৬৭৯টির বেশি হয় তবে চাল সহায়তাও বাড়বে।

এদিকে বাঙালী হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে পূজার প্রস্তুতি। এ মূর্হতে তারা কেনাকাটায় ব্যস্ত। যে যার সাধ্যমত নতুন কাপড়,জুতা,জামা,শাঁখা কিনছে। কোন অপ্রীতিকর  ঘটনা না ঘটে তার জন্য  জেলা আইন শৃংখলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD