April 20, 2024, 11:28 am

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি

যমুনা নিউজ বিডিঃ ইতালির নির্বাচনে জিতেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বুথ ফেরত জরিপে এ এমন আভাসই পাওয়া গেছে। এর ফলে তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। খবর বিবিসির।

বুথ ফেরত জরিপের ফলাফল নিশ্চিত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালির কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন।

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। এখন বুথ ফেরত জরিপেও তেমন আভাস মিলেছে।

রাই বুথ ফেরত জরিপ মতে, ২২-২৬ শতাংশ ভোট পেতে পারেন জর্জিয়া। নির্বাচনে মধ্য বামপন্থী এনরিকো লেত্তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার।

বিভিন্ন জনমত জরিপে এগিয়ে ছিল জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি। মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে সরকার গঠন করতে পারে দলটি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD