September 20, 2024, 6:25 pm

ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া পূণ্য প্রভাতে দেবীকে আমন্ত্র

দিলীপ কুমার  দাস  ময়মনসিংহ: অশুভ শক্তির বিনাশ অশুভ শক্তির প্রতিষ্ঠান দেবী দুর্গা। রোববার থেকে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসবের ক্ষণ গণনা। শুভ মহালয়া পূণ্য প্রভাতে দেবী আবাহন এর মধ্য দিয়ে রোববার থেকে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি নাটমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনা হয়েছে। আর্য ধর্ম  জ্ঞান প্রদায়িনী  সভা ( ধর্ম  সভা) দুর্গাবাড়ি মন্দিরে আয়োজিত দেবী আবাহনে শঙ্খধ্বনি, শ্রী শ্রী চন্ডী পাঠ, মহালয়ায়  ঘট স্থাপন, সমবেত সংগীত, মাতৃ বন্দনা,ও নৃত্য  পরিবেশনের মধ্যদিয়ে দেবীকে আমন্ত্রণ  জানানো  হয়েছে   পৃথিবীতে।
দেবী আবাহন অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীদের শত শত ভক্তকুলসহ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল সরকার, কোতোয়ালী পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়সহ হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের জেলা, মহানগর ও থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD