September 16, 2024, 10:49 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

জেলা পরিষদ নির্বাচন : ২৭ চেয়ারম্যান সহ বিনা ভোটে জয়ী ১১৪

যমুনা নিউজ বিডিঃ  জেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে ১১৪ জন জয়ী হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। রোববার (২৫ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচন কমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচিতদের মধ্যে ২৭ চেয়ারম্যান, ৬৮ জন সাধারণ সদস্য ও ১৯ জন সংরক্ষিত সদস্য রয়েছেন।

জানা গেছে, আপিল নিষ্পত্তি ও মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ৯০ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ৫০৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিনা ভোটে নির্বাচিত ১১৪ জন রয়েছেন।

যেসব জেলায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা, কুড়িগ্রাম, নোয়াখালী, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ, সিলেট, ঢাকা, পাবনা, পিরোজপুর, বরিশাল ও জামালপুর।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD