April 25, 2024, 6:57 pm

নাইজেরিয়ায় মসজিদে হামলায় ১৫ মুসল্লী নিহত

যমুনা নিউজ বিডি ঃ  নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন মুসল্লী নিহত হয়েছে। ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা আমিমু মুস্তাফা জানান, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মোটরসাইকেলে চড়ে এসে বন্দুক নিয়ে মসজিদের ভেতর প্রবেশ করে।

এরপর বিক্ষিপ্তভাবে আমাদের ওপর গুলি চালাতে শুরু করে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান, দুপুর ২টার দিকে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। ১৫ জন মারা যাওয়াসহ আরো কয়েকজন আহত হয়েছে। জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে স্থানীয় সাংবাদিকদের কাছে রাজি হননি। অভিযোগ রয়েছে, স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত ভারী অস্ত্রধারীরা গত দুই বছরে ওই এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে তারা। শত শত মানুষকে হত্যা করেছে। তবে শুক্রবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD