September 16, 2024, 10:08 pm
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বাথরুমে থাকা বালতির পানিতে ডুবে রশনী আক্তার (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের রুপীহার গ্রামে এ ঘটনা ঘটে। রশনী ওই গ্রামের মো. এমদাদুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাবা ইমদাদুল কৃষি কাজের জন্য মাঠে যান। মা তানিয়া বেগম শিশু রশনী ও তার চার বছরের মেয়ে মিতুকে নিয়ে বাড়িতেই ছিলেন। বাড়ির উঠানে খেলা করছিল রশনী। সংসারের নানা কাজে ব্যস্ত ছিলেন মা তানিয়া। দুপুরে তানিয়া হঠাৎ রশনীকে না দেখতে পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে বাথরুমে থাকা বালতির মধ্য থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
রশনীর চাচা আব্দুস সাত্তার জানান, রশনী তার ছোট ভাই ইমদাদুলের মেয়ে। সকালে তার ভাইসহ তারা কৃষি কাজে মাঠে যান। দুপুরে ফোনের মাধ্যমে রশনীর মৃত্যুর সংবাদ জানতে পেরে বাড়িতে ফিরে আসেন। পরে জানতে পারেন খেলাধুলার এক পর্যায়ে বাথরুমে থাকা বালতির পানিতে ডুবে মৃত্যু হয় তার।